শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০১ জুলাই ২০২৪ ০০ : ২০Sampurna Chakraborty
ইংল্যান্ড - ২ (বেলিংহ্যাম, কেন)
স্লোভাকিয়া - ১ (শ্রাঞ্জ)
আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য অঘটনের হাত থেকে রেহাই। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। ১২০ মিনিটের ফুটবলে রবিবার স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটে নিল হ্যারি কেনরা। ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন। সুইজারল্যান্ডের পর একটুর জন্য জায়ান্ট কিলারের তালিকায় নাম লেখাতে পারল না স্লোভাকিয়া। ইংল্যান্ডের কামব্যাক মনে করিয়ে দিল ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচকে। সেদিন মাত্র ৪০ সেকেন্ডের জন্য বদলে যায় লুকা মদ্রিচদের ভাগ্য। একেবারে শেষলগ্নে গোল করে সমতা ফেরায় ইতালি। এদিনও তারই পুনরাবৃত্তি। নব্বই মিনিটের শেষে এক গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। ছয় মিনিট অতিরিক্ত সময় দেয় রেফারি। স্টপেজ টাইমের শেষ মিনিটে দুরন্ত বাইসাইকেল কিক থেকে ১-১ করেন জুড বেলিংহ্যাম। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এক্সট্রা টাইমের প্রথম মিনিটে জয়সূচক গোল হ্যারি কেনের। তবে পরের রাউন্ডে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা কাটবে না গ্যারেথ সাউথগেটের।
নক আউটেও ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্স অব্যাহত। শেষ ষোলোয় খেলার ছাড়পত্র সংগ্রহ করলেও গ্রুপ পর্বে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি হ্যারি কেনরা। এদিনও অনেকটাই তাই। ম্যাচের শুরু থেকে পজিটিভ ফুটবল খেললেও অ্যাটাকিং থার্ডে যাবতীয় আক্রমণ আটকে যায়। প্রথমার্ধে গোল লক্ষ্য করে খুব বেশি শট নিতে পারেনি ইংল্যান্ড। ছটা শটের মধ্যে একটাও গোলে ছিল না। হ্যারি কেনকে সামনে রেখে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান গ্যারেথ সাউথগেট। সাকা, বেলিংহ্যাম, ফোডেনের ত্রিফলা আক্রমণে ভর করে বিপক্ষের রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলার চেষ্টা করছিল ইংল্যান্ড। কিন্তু আঁটোসাঁটো স্লোভাকিয়ার রক্ষণ। বল পজেশন ইংল্যান্ডের বেশি থাকলেও ম্যাড়ম্যাড়ে ফুটবল। বরং কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকবার আক্রমণে ওঠে স্লোভাকিয়া। ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল হজম করতে পারত ইংল্যান্ড। বাঁ দিক থেকে হারাসলিনের শট ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ডের গা ঘেঁষে বাইরে যায়। ম্যাচের ১৩ মিনিটে আবার সুযোগ। গতি বাড়িয়ে ওয়াকারকে পরাস্ত করে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন হারাসলিন। তাঁর শট পিকফোর্ডের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ২৪ মিনিটে নিজেদের মধ্যে ওয়ান টু খেলে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন বেলিংহ্যাম এবং রাইস। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। তার এক মিনিটের মধ্যেই কাউন্টার অ্যাটাক থেকে স্লোভাকিয়াকে এগিয়ে দেন আইভান শ্রাঞ্জ। ডেভিড স্ট্রেলেকের পাস থেকে চলতি ইউরোতে নিজের তৃতীয় গোল করেন। জার্মানির মুসিয়ালা এবং জর্জিয়ার মিকাউতাদজের সঙ্গে চলতি টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতা শ্রাঞ্জ। ইংল্যান্ডের আক্রমণে কোনও ঝাঁঝ ছিল না। কোনও প্ল্যান বি ছিল না সাউথগেটের। নিজেদের মধ্যে প্রচুর ব্যাকপাস এবং স্কোয়ার পাস খেললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি হ্যারি কেনরা। বিরতিতে এক গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অনেক বেশি আগ্রাসী ফুটবল খেলে ইংল্যান্ড। পুরো অর্ধেই ফোডেন, সাকাদের দাপট ছিল। ম্যাচের ৫০ মিনিটে ট্রিপিয়ারের পাস থেকে গোল করেন ফিল ফোডেন। কিন্তু 'ভার' এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে টেম্পো অনেক বাড়িয়ে দেয় সাউথগেটের দল। কিন্তু গোল করতে ব্যর্থ। গোল লক্ষ্য করে ১১টি শট নিলেও একটিও গোলে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে পুরোটাই ব্যাকফুটে ছিল স্লোভাকিয়া। দুই উইং নিয়ে আক্রমণে ওঠে ইংল্যান্ড। কিন্তু স্লোভাকিয়ার রক্ষণের প্রশংসা করতে হবে। বিশেষ করে গোলকিপারের। এবারের ইউরোতে গ্রুপ পর্বে মাত্র দুটো গোল করেছে ইংল্যান্ড। এদিনও একটা সময় পর্যন্ত গোলের খরা অব্যাহত ছিল। ভাগ্যও সঙ্গ দেয়নি। ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে রাইসের দূরপাল্লার শট ক্রসপিসে লাগে। ফিরতি বল বাইরে মারেন হ্যারি কেন। নব্বই মিনিটে সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ড। ছয় মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। শেষ মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জুড বেলিংহ্যাম। ৯০+৫ মিনিটে বাইসাইকেল কিক থেকে দুরন্ত গোল রিয়াল মাদ্রিদের মিডিওর। গ্রুপের শেষ ম্যাচে বিশেষ সুবিধা করতে না পারলেও, এদিন শুরু থেকেই ভাল খেলেন বেলিংহ্যাম। ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। প্রথম মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। এজের পাস হেড করে কেনকে দেন টনি। নিখুঁত হেডে ২-১ করেন ইংল্যান্ডের অধিনায়ক। মাত্র দু'মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের ভাগ্য।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...
বিরাটকে বিদ্রুপ অজি সমর্থকদের, মাঠে ঢুকে পড়ল দর্শকও, চরম বিরক্ত কোহলি...
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শেষ শ্রদ্ধা, কালো আর্ম ব্যান্ডে মেলবোর্নে রোহিতরা...
ফের ব্যর্থ টপ অর্ডার, রোহিত ও রাহুলকে হারিয়ে মেলবোর্নে কাঁপছে ভারত...
রোহিতের নেতৃত্ব ফের প্রশ্নের মুখে, প্রাক্তনরা দাগলেন তোপ...
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...